Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ অক্টোবর ২০২০

বিশেষ তদন্ত

 

দুর্নীতি দমন কমিশনের ০৬ (ছয়) টি অনুবিভাগের মধ্যে অন্যতম বিশেষ অনুসন্ধান ও তদন্ত অনুবিভাগ । এ অনুবিভাগের অধীনে বিশেষ অনুসন্ধান ও তদন্ত -১, বিশেষ অনুসন্ধান ও তদন্ত - ২ ও বিশেষ অনুসন্ধান ও তদন্ত - ৩ নামে ০৩ (তিন) টি শাখা রয়েছে।

 

কার্যক্রম

 

ক.   নিম্নবর্ণিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত:

 

(১) গুরুত্বপূর্ণ ‍ও উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী ব্যক্তিত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ;

 

(২)     সরকারী প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক  দুর্নীতির অভিযোগ; এ বিষয়ে বিশেষ অনুসন্ধান ও তদন্ত উইং এর অধীন ১১টি প্রাতিষ্ঠানিক অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যেগুলো নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহে দুর্নীতি উদ্ঘাটন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দুর্নীতি প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে:

 

    ১.   ঢাকা সিটি কর্পোরেশন,

    ২.   স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,

    ৩.   সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ,

    ৪.   শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,

    ৫.   রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক),

    ৬.   সরকারী কর্মচারী কল্যাণ বোর্ড,

    ৭.   জাতীয় রাজস্ব বোর্ড (কাস্টমস্ উইং) এবং বন্দর কর্তৃপক্ষ,

    ৮.   পেট্রোবাংলা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন,

    ৯.   গণপূর্ত অধিদপ্তর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও আবাসন অধিদপ্তর,

    ১০.  ন্বাস্থ্য মন্ত্রণালয়/অধিদপ্তর এবং

    ১১.  বিদ্যুৎ ও পানি সম্পদ (পিডিবি, পাউবো, ডেসকো, ডিপিডিসি, ওয়াসা)

 

(৩)     সরকারী চুক্তি/ক্রয়/পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রকল্প ইত্যাদি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ;

 

(৪)     জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ;

 

(৫)     এনজিও/দাতব্য প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ;

 

(৬)     বিবিধ বিষয়ে দুর্নীতির অভিযোগ।

 

খ.   নিম্নবর্ণিত বিষয়ে অনুসন্ধান ও তদন্ত:

 

(১)     মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও অন্যান্য অর্থ সংক্রান্ত অপরাধ;

 

(২)     ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত অভিযোগ;

 

(৩)     অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব (ভিআইপি) ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগ;

 

(৪)     জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ/সম্পত্তি অর্জনের অভিযোগ;

 

(৫)     এতদ্ভিন্ন অপরাপর যে কোন বৃহৎ/বিশেষ দুর্নীতির অভিযোগ।

 

ইমেইল - dg.sp.investigation@acc.org.bd