Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২০

শোক বার্তা: দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) এবং সরকারের উপসচিব জনাব জালাল সাইফুর রহমান- এর অকাল মৃত্যুতে কমিশনের শোক বার্তা


প্রকাশন তারিখ : 2020-04-06

দুর্নীতি দমন কমিশনের পরিচালক (প্রশাসন) ও সরকারের উপসচিব জালাল সাইফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই অকাল মৃত্যুতে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, জালাল সাইফুর রহমান একজন সৎ, দক্ষ, মেধাবী ও উচ্চ নৈতিকতা সম্পন্ন কর্মকর্তা ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে দুদক প্রশাসনের একজন মেধাবী চৌকস কর্মকর্তাকে হারালো। এই মৃত্যূতে তাঁর পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি দুদক চেয়ারম্যান গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

মহান আল্লাহর অশেষ রহমতে পরিবারের সদস্যগণ এই গভীর শোক ও বেদনা কাটিয়ে উঠবেন মর্মে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।

 

উল্লেখ্য বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জালাল সাইফুর রহমান আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।