Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ এপ্রিল ২০২৪

অনুসন্ধান ও তদন্ত - ১

দুর্নীতি দমন কমিশন তার সামগ্রিক কার্যক্রম ০৬(ছয়)টি অনুবিভাগের মাধ্যমে পরিচালনা করে। অনুসন্ধান ও তদন্ত একটি গুরুত্বপূর্ণ অনুবিভাগ। এই অনুবিভাগের অধীনে অনুসন্ধান ও তদন্ত-১ এবং অনুসন্ধান ও তদন্ত-২ নামে দুটি শাখা রয়েছে। উক্ত ০২ (দুই) টি শাখার মাধ্যমে অনুবিভাগের আওতাধীন ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল মোট = ০৬ টি বিভাগীয় কার্যালয় ও ২২ (বাইশ) টি সমন্বিত জেলা কার্যালয় এর কার্যক্রম পরিচালনা করা হয়।দুর্নীতির অপরাধসমূহের বিচার কার্য প্রধানত নির্ভর করে অনুসন্ধানের উপর। দুর্নীতি  দমন কমিশন আইন ২০০৪ অনুসন্ধান সম্পর্কে দুদককে বিশেষ ক্ষমতা অর্পণ করেছে (ধারা ১৯ ও ২০)। সেজন্য, অনুসন্ধান সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার জন্য দুদকের এই অনুবিভাগটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

 

সংশ্লিষ্ট মহাপরিচালকের নেতৃত্বে এই অনুবিভাগ টি নিম্নোক্ত বিষয়ের উপর তদন্ত ও অনুসন্ধানের দায়িত্বপ্রাপ্ত:

  •     ভূমি, ভূমি রাজস্ব ও বন্ধক;
  •     ঘুষ (অর্থ, সম্পদ ও পরিষেবা);
  •     স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবৈধ উপায়ে অর্জন;
  •     নির্মাণ কাজ ও যোগাযোগ খাতের দুর্নীতি ;
  •     উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও বেসরকারি সংস্থার দুর্নীতি;
  •     শুল্ক ও রাজস্ব, ব্যবসায়ী/ব্যবসা প্রতিষ্ঠানসমূহ;
  •     সরকারি ক্রয়/বিক্রয়, লাইসেন্স ইস্যু করা;
  •     শপথ ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার শীর্ষক অপরাধ; এবং
  •     অন্যান্য, যেমন, দুদক আইন, ২০০৪-এর তফসিলে উল্লিখিত অপরাধসমূহ।

 

অভিযোগ প্রাপ্তির পর কমিশন নিম্নের বিষয়গুলো বিবেচনা নিয়ে থাকে:

  • অভিযোগটি কমিশনের তফসিলভূক্ত অপরাধ কি-না;
  • অভিযোগটি সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক কি-না;
  • অপরাধ সংঘটনের সময়কাল উল্লেখ করা হয়েছে কি-না;
  • অভিযুক্ত ব্যক্তির অভিযোগের সাথে সংশ্লিষ্টতা;
  • অভিযুক্ত ব্যক্তি/ব্যক্তিবর্গের পূর্নাংগ ঠিকানা উল্লেখ আছে কি-না;
  • অভিযোগের গুরুত্ব ও মাত্রা;
  • অভিযোগের আর্থিক সংশ্লেষের পরিমাণ;
  • অভিযোগকারীর নাম ও পূর্ণাঙ্গ ঠিকনা উল্লেখ আছে কি-না;
  • অন্যান্য প্রাসঙ্গিক আইন পর্যালোচনা করে দেখা হয় যাতে অভিযোগটি আদালতে প্রমাণযোগ্য কি-না;

 

 

Email:  dg.investigation1@acc.org