Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০১৯

আজ (২৪ এপ্রিল, ২০১৯ তারিখ) মোঃ গিয়াস উদ্দিন আল-মামুন এর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এর ৪(২) ধারা ও ৭ ধারা তৎপহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৩(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭(সাত) বছরের কারাদন্ড এবং ১২ (বার) কোটি টাকা অর্থদন্ড প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।


প্রকাশন তারিখ : 2019-04-24
আজ (২৪ এপ্রিল, ২০১৯ তারিখ) মোঃ গিয়াস উদ্দিন আল-মামুন এর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এর ৪(২) ধারা ও ৭ ধারা তৎপহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০২ এর ১৩(২) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় ৭(সাত) বছরের কারাদন্ড এবং ১২ (বার) কোটি টাকা অর্থদন্ড প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩।
 
আসামী মোঃ গিয়াস উদ্দিন আল-মামুনের নামীয় Netwest Bank, Aldwyeh Branch, P.O. Box 221, Connought House, 65, Aldwyeh, London এর হিসাব নং-৯৬৮৯৩২৮১-এ ২,১৪,৩৫৬.৭৮ বৃটিশ পাউন্ড স্টালিং এবং হিসাব নং-৯৫১৮৪২০১-এ ১,০৪,৪৯৬.69 বৃটিশ পাউন্ড স্টালিং সর্বমোট ৪,১৮,৮৫৩.৪৭ বৃটিশ পাউন্ড স্টালিং যা বাংলাদেশ টাকায় ৬ কোটি ১ লক্ষ ৫৭ হাজার ৭৬২/- টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। উক্ত বাজেয়াপ্তকরণের বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিতকরণ সহ বাজেয়াপ্তকৃত সম্পত্তির তফসিলসহ সকল বিবরণ সরকারি গেজেট-এ প্রকাশের নির্দেশ প্রদান করা হয়। বর্ণিত টাকা লন্ডন থেকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে রাষ্ট্র আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।